বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মুরগি বিক্রেতা নিহত

​​​​​​​রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় কামাল হোসেন (৫৫) নামে এক মুরগি বিক্রেতা নিহত হয়েছেন।

২২ ফেব্রুয়ারি বুধবার নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি  দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে।তিনি সাইকেলে ঝুড়িতে  করে  মুরগির ব্যবসা করতেন। 

স্থানীয়রা জানান,নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পিছনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের দল এসে লাশ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

 

স্থানীয়রা জানান,প্রায় রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা। এজন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  সোহরাওয়ারদী হোসেন জানান,বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন  নিহত হন। 

 

তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সেইসাথে এই বিষয়ে দূর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে।তবে আসামী আটকের চেষ্টা চলছে।তবে ট্রলি আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর