বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে’ — রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, “একজন শিক্ষিতা নারী, যার সম্মানজনক পেশা আছে, ভালো পরিবারে জন্ম— তিনি কেন এই নোংরার মধ্যে নামবেন? রাজনীতিটা এখন একেবারেই ডাস্টবিনে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্রসার, সবার হাতে মোবাইল ফোন, ‘বট আইডি’ ও ‘এআই’ আসার পর এটি আরও বাজে রূপ নিয়েছে।”

 

নারী নেতৃত্বের ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপি সম্প্রতি ২৩৭ জন প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে নারী প্রার্থী মাত্র ১০ জন। বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলো এখনো নারী নেতৃত্বের ৩৩ শতাংশ কোটা পূরণে পিছিয়ে।

 

রুমিন ফারহানা বলেন, “বড় রাজনৈতিক দলে যোগ্য নারী নেতার অভাব নেই। পুরুষের তুলনায় সংখ্যা হয়তো কম, তবে এত কম নয় যে ১০০ আসনের মধ্যে মাত্র তিন-চারজন নারী মনোনয়ন পাবেন। এটা অতি নগণ্য।”

 

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারীর ‘বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায়’— এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “যাদের নিজস্ব নিবন্ধন ও প্রতীক আছে, তাদের নিজেদের মার্কায় নির্বাচন করতে হবে— এ বিষয়ে সরকারের অবস্থান হলো, ছোট দলগুলো যেন স্বাধীনভাবে বিকশিত হতে পারে। কারণ তারা প্রায়ই দেখা যায় নৌকা বা ধানের শীষের প্রতীকে নির্ভর করে।”

 

তিনি আরও বলেন, “অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে আরপিও সংশোধনের ফলে যারা বহুদিন বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে, তাদের সংসদে যাওয়ার প্রত্যাশা থাকতেই পারে। জোট গঠন নিয়ে উভয় পক্ষেরই যুক্তি আছে।”

 

রুমিন ফারহানার মতে, বাংলাদেশের রাজনীতিতে এখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে একজন ভদ্র, শিক্ষিত নারী রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। “এই বাস্তবতা পাল্টাতে হলে রাজনীতিকে পরিষ্কার করতে হবে,”— যোগ করেন তিনি।
 

 

এই বিভাগের আরো খবর