বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৭

মানিকগঞ্জে ফুল দেয়া নিয়ে ত্রিমুখী সংঘর্ষে- আহত ১১

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩  

মানিকগঞ্জ জেলার শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাশের আঘাত ও কিলঘুষিতে যুবলীগ নাজমুল, ডা: প্রদীপ বসু,স্বেচ্ছাসেবক লীগ কাজল ও শ্রমিলীগ নেতা কাদের সহ অন্তত ১১ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন সভাপতিত্বে আলোচনা শেষে ফুল দেওয়ার পর এ ঘটনা ঘটে। জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারের নেতাকর্মীদের মধ্যে প্রথমে শুরু হয়। পরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও মারামারিতে জরিয়ে পড়েন। 

 

 

অপর দিকে, নেতাকর্মীদের আধা ঘন্টা পাল্টাপল্টি ধাওয়ার ঘটনায় শহীদ মিনারে ফুল দিতে আসা সামাজিক, স্বাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেকেই ফুল না দিয়ে চলে যান।

 

এসময় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও কাজী এনায়েত হোসেন টিপু সহ জেলার কয়েকজন নেতা মারামারি থামানোর চেষ্টা করে।পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

মানিকগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের পরস্পর দুইটি কমিটি হয়। কমিটির বৈধতা নিয়ে আদালতে মামলা হয়। দীর্ঘদিন যাবৎ জেলা শ্রমিকলীগের আব্দুল জলিল ও বাবুল সরকার সভাপতি দাবী করে আসছিলেন। তার জেরধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর