শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৯

মাগুরা নতুন বাজার নিজ ফ্লাট বাসা থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধিঃ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

মাগুরায় নিজের ফ্ল্যাট থেকে তরুন সাহা (৬০) নামের এক স্কুল  শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ ই জানুয়ারি ২০২২ রোজ বুধবার সকালে শহরের নতুন বাজার পাঠশালা স্কুলে অবস্থিত নির্মলা ভবনে নিজের ক্রয়কিত  ফ্ল্যাট বাসা থেকে এ মরদেহ উদ্ধার হয়।

নিহত তরুন সাহা ওই এলাকার মৃত অমুল্ল সাহার ছেলে। ব্যক্তি জীবনে অবিবাহিত তরুণ সাহা দীর্ঘদিন যাবত ওই ফ্লাটে বসবাস করছিলেন। 

নিহত তরুন সাহা জেলা সদরের শিবরামপুর স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ছিলেন। নিহত তরুন সাহার গৃহ পরিচালিকা ( কাজের বুয়া) বিজলী সাহা জানান, অন্যান্য দিনের মতো আজ বুধবার সকালে কাজের উদ্দেশ্যে ওই বাড়িতে যান তিনি। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজনকে ডাকেন তিনি।এ সময় আশপাশের লোকজন তাকে ঘরের বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শষ্যা সদর হাসপাতালে পাঠায়।

খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কালিমুল্লাহ জানান, সংবাদ শোনার পর জেলার পুলিশ সুপার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর