শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৪

মহাখালী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

তরুণ কণ্ঠ ডেস্কঃ

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯  

 

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসেরউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। নাসেরউদ্দিনের বাবার নাম হাজি মুখলেসুর রহমান। তার বাসা আজিমপুরে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া জানান, বুধবার রাত ১১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ঢালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে নাসেরউদ্দিন রাস্তার ওপরে পড়েছিল। মো. আলিম জনৈক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহতাবস্থায় জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই বিভাগের আরো খবর