শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২৫

মনিরামপুর যশোর, দয়িতা ফাউন্ডেশন কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৩  

যশোরের. দয়িতা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ। কিছুটা হলেও দুঃখীনির মুখে ফুটিয়েছি মোরা হাসি,শীতার্ত আজ থাকবে সুখে আশা মনে পুষি!
থাকব পাশে এভাবে আজীবন দুর্দশা আর দুর্দিনে,
আনতে তব তরে শুভক্ষণ ভবিষ্যতেও বুঝব মানে।
এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত অসহ্য শীতে সাধারণ মানুষ যেখানে অতিষ্ঠিত, সেখানে একবারও কী সুবিধা বঞ্চিত মানুষের কথা চিন্তা করে দেখেছেন?
কীভাবে আছে তারা? তাদের কী শীত লাঘবের কিছু আছে। অন্যরা যখন শীতে ঘরের ভিতরে লেপ, কম্বলের নিচে, তখন দয়িতা ফাউন্ডেশনের সদস্যরা সদূর গ্রামে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণে ব্যাস্থ।
তাদের হাতে রাখি। সহানুভূতির আপন হাত-এই যশোরের. দয়িতা ফাউন্ডেশন। বছরের শুরু থেকে সুবিধা বঞ্চিত মানুষ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে দয়িতা ফাউন্ডেশন মনিরামপুর। তার ধরাবাহিকতায় ০২/০১/২২ তারিখ থেকে। হাকোবা গ্রামের ১১ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করে দয়িতা ফাউন্ডেশন। দয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিজে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিতদের ভিতরে কম্বল বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর