বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৮

মধ্যরাতে পাহাড়তলী বাজারে পুড়লো ৫০ দোকান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩  

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজারে মধ্যরাতে আগুনে পুড়লো ৫০টিরও বেশি দোকান। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে বলেন, পাহাড়তলী কাঁচাবাজারে আমরা আগুন লাগার খবর পাই রাত ১২টা ১০ মিনিটে। এতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন বিভিন্ন প্রকৃতির ৫০টি দোকান পুড়ে গেছে।

এই বিভাগের আরো খবর