শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধসহ অন্যান্য মালামাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। গত সোমবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এফ বি আবিদ নামে একটি ট্রলারসহ এসব মালামাল জব্দ করা হয়।

এর মধ্যে ভারতীয় শাড়ি রয়েছে ১৭ হাজার ৮২৪ পিস, থ্রি-পিস ১ শত ৬৬ পিস, মেডিকেল সরঞ্জামাদি ৬ হাজার ৪৪২ পিস। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে ভোলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল গত সোমবার ভোরে সদর উপজেলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সংকেত দেয়।  ট্রলারটি কোনোভাবে না থামিয়ে আরও স্পিড বাড়িয়ে দেয়। এরপর কোস্টগার্ডের সদস্যরা তাদেরকে ধরার জন্য চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ট্রলারে থাকা সবাই ট্রলার রেখে পালিয়ে যান। এজন্য এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এম মমিনুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মালামাল পাচার আইনে মামলা করা হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। তারা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা। এছাড়া জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর