শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৬

ভোলায় অতিরিক্ত সময় না দেয়ার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯  

ভোলায় এসএসসি  গনিত পরীক্ষার হলে বিলম্বে প্রশ্ন দেয়া ও  অতিরিক্ত সময় না দেয়ার অভিযোগে ভোলা-চরফ্যাশন ও ভোলা-দৌলতখান সড়কে অবস্থান করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ওই সময় এক ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। তিন শিক্ষক লাঞ্ছিত হন। শিক্ষার্থীদের অভিযোগ্য সত্য নয় বলে জানান কেন্দ্র সচিব ।

পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ কামাল হোসেন , ভোলার থানার ওসি মোঃ ছগির হোসেন মিয়া , বাংলাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আলাউদ্দিনসহ অতিরিক্ত পুলিশ গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বাধ্য করে । লাঞ্ছিত শিক্ষকরা হচ্ছেন ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাঈম , সহকারী শিক্ষক প্রল্লাদ চন্দ্র সিকদার ও জয়নাল আবদীন ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক আছমা খাতুন।

  আবার জয়নাল আবদীন স্কুলের শিক্ষার্থীদের হাতেই লাঞ্ছিত হন ঘুইংগারহাট স্কুলের দুই শিক্ষক লাঞ্ছিত হন বলে শিক্ষকদের অভিযোগ। শিক্ষার্থীদের অভিযোগ তাদের নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পরে প্রশ্ন দেয়া হয়। ওই বিলম্ব সময় তাদের না দেয়ায়  শিক্ষার্থীরা পরীক্ষার পর  প্রতিবাদ ও বিক্ষোভ করে। অপরদিকে হল সুপার আব্দুল মান্নান জানান, নির্দিষ্ট সময়েই পরীক্ষা শুরু ও শেষ হয়। ফলে অতিরিক্ত সময় দেয়ার কোন সুযোগ ছিল না। পরীক্ষার হলের ভেতরে কিছুই হয় নি।

বহিরাগতরা রাস্তায় কি করেছে ওই বিষয়ে তাদের কেউ কোন অভিযোগ দেন নি। ঘুইংগারহাট স্কুলের শিক্ষক আবু নাঈম জানান, তিনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রের ৪১৩ নং কক্ষে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দৌলতখান সড়কে ৪০ /৫০ বিক্ষুব্ধ ছাত্র তাদের দিকে তেড়ে আসে। কিল খুশি মারে। ট্যাক অফিসার জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষক মাইনউদ্দিন আহমেদ জানান, কিছু শিক্ষার্থী  অতিরিক্ত সময়ের নামে  বাড়তি সুবিধা দাবি করে ছিল। ওই সুযোগ তাদের দেয়া হয় নি। কেন্দ্র সচিব হারুন অর রশিদ জানান, তারা সুন্দর পরিবেশে পরীক্ষা নিচ্ছেন । কোথাও কোন সমস্যা নেই। কক্ষ পরিদর্শকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন।

 

এই বিভাগের আরো খবর