শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৯

ভাঙ্গায় ৬৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

ভাঙ্গায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 
বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ২টি বড় বস্তা ও ৭ টি ছোট বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। মাহিনুর বেগম তালকান্দা গ্রামের আল আমিন মিয়ার স্ত্রী। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার হওয়া মাহিনুর বেগমের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

এই বিভাগের আরো খবর