সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৪

বেনাপোলে বিজিবি`র হাতে ডলার,রুপিসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমেরিকান ডলার, রুপি ও টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। 

বুধবার (১১ অক্টোবর)সকালে বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মানিক মিয়া নামের একজনকে আটক করে বিজিবি সদস্যরা। 

উদ্ধারকৃত টাকার মধ্যে রয়েছে ৯০ হাজার আমেরিকান ডলার, ১ হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা।

 

বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে ভারত থেকে আসা একজন পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেনাপোল চেকপোস্ট এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ব্লিন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯৯ লাখ ৫ হাজার চারশ’ টাকা। এরপর তার লাগেজ ও ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১ হাজার ৬১০ রুপি ও বাংলাদেশি নগদ ৩২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিদেশে অর্থ পাচারকারী বলে স্বীকার করেন। তিনি বলেন, ইউএস ডলার ও রুপি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।

এই বিভাগের আরো খবর