শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৫

বিভিন্ন স্থানে ডিপ্লোমা নার্সদের মানববন্ধন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯  

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা।

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া আধুনিক জেনারেল হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ মিলিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক নুরুন্নাহার, আফরোজা আক্তার প্রমুখ।

এদিকে ভোলায় তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে ডিপ্লোমাধারী নার্সরা যোগ দেন। ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলার সভাপতি সোনিয়া সরকার, সম্পাদক রেমিন আক্তার প্রমুখ।

অপরদিকে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখা সভাপতি খুর্শিদা জাহান খুশি, সিনিয়র সভাপতি মেহেদি হাসান সাকিব, সম্পাদক রুমি খাতুন প্রমুখ। হেলথ নার্সিং টেকনোলজি শিক্ষা ও পরিচালনার সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল।

সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নিবন্ধন না দেয়া এবং অতিবিলম্বে কম্প্রিহেন্সিভ পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা।

এই বিভাগের আরো খবর