রোববার   ২৩ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

বিক্ষোভ, অবরোধ, মানববন্ধন-মনোনয়ন ইস্যুতে উত্তপ্ত বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫  

৪০টির বেশি আসনে মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষে পড়েছে বিএনপি। দলের ঘোষিত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূলে ক্ষোভ-বিক্ষোভ, অবরোধ, মিছিল, মানববন্ধন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া থামছে না। কোথাও কর্মীরা দলীয় কার্যালয় ঘেরাও করছেন, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। বহু আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

দলের দায়িত্বশীল নেতাদের মতে, অনেক এলাকায় সমান গ্রহণযোগ্যতা সম্পন্ন দুই–তিনজন নেতা ছিলেন, তাই প্রার্থী ঘোষণার পর মনোনয়নবঞ্চিতদের রোষ আরও বেড়েছে। শুধু গত শনিবারই অন্তত আটটি আসনে বিক্ষোভ হয়েছে।

 

কেন্দ্রীয় নেতাদের ব্যস্ত সময়

 

এই টানাপোড়েন থামাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শীর্ষ নেতারা একে একে বিক্ষুব্ধদের ঢাকায় ডেকে কথা বলছেন। বহু আসনে প্রার্থিতা পুনর্বিবেচনার ইঙ্গিতও আছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

 

নাটোর-১ আসনের মতো কয়েকটি আসনে পক্ষগুলোকে ডেকে সরাসরি বৈঠক করেছেন মহাসচিব। কেউ কেউ যুক্তি তুলেছেন—জরিপ করলে প্রকৃত গ্রহণযোগ্যতা বোঝা যাবে, আর ভোট জিততে হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা জরুরি।

 

সোশ্যাল মিডিয়ায় অভিনব প্রতিবাদ

 

ফেনী-২ আসনে মনোনয়নবঞ্চিত আলাল উদ্দিনের ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটার-স্টাইলে ‘রিভিউ আবেদন’ সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এরপর আরও কয়েকজন একই স্টাইলে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান। স্থানীয় নেতাদের অভিযোগ—তাদের মতো মাঠে থাকা নেতাদের বাদ দিয়ে “উপর মহলের সিদ্ধান্ত” চাপিয়ে দেওয়া হয়েছে।

 

স্থগিত আসনের জটিলতা

 

মাদারীপুর-১ আসনে মনোনীত কামাল জামান মোল্লার নাম ঘোষণা হতেই তীব্র বিক্ষোভ হয়। সড়ক অবরোধের পর দল মনোনয়ন স্থগিত করে। এখনো প্রার্থী ঘোষণা হয়নি।
এ আসনে দুই পক্ষেরই প্রভাব, গ্রহণযোগ্যতা ও অতীত ভূমিকা বিবেচনায় জটিলতা বাড়ছে।

 

কোথায় কোথায় বিক্ষোভ

 

ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, কুষ্টিয়া, গাইবান্ধা, সুনামগঞ্জ, দিনাজপুর, নোয়াখালীসহ বেশিরভাগ বিভাগীয় জেলায়ই বিক্ষোভ দেখা গেছে।
কিছু জায়গায় কাফনের কাপড় পরে মিছিল, কিছু জায়গায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী প্রতিবাদ, আবার কোথাও মহাসড়ক অবরোধ—সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত।

 

দিনাজপুর-২, নোয়াখালী-৫, লক্ষ্মীপুর, কুষ্টিয়া-৪, চাঁদপুর-২, সিলেট-৩, ফরিদপুর-৩—এসব আসনে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

 

কিছু আসনে দুই পক্ষের সমঝোতা

 

আনোয়ার উল আজিম ও আবুল কালামের অনুসারীদের পুরোনো দ্বন্দ্বে উত্তপ্ত কুমিল্লা–৯ আসনে তারেক রহমানের হস্তক্ষেপে সমঝোতা হয়েছে। সেখানে সামিরা আজিমকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

 

নেতৃত্বের উদ্বেগ

 

দলের নীতিনির্ধারকদের মতে:

 

  • অতিরিক্ত “এলিট–পছন্দের” প্রার্থী বাছাই তৃণমূলে ক্ষোভ বাড়িয়েছে।

  • বিরোধ সামাল দিতে না পারলে বহু নেতা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।

  • স্বতন্ত্রদের অংশগ্রহণে BNP-এর ভোট বিভাজনের ঝুঁকি বাড়ছে।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বড় দলে এমন প্রতিযোগিতা স্বাভাবিক। আমরা আলাপ-আলোচনা করে সব সমস্যা সমাধান করার চেষ্টা করছি।”

 

সারসংক্ষেপ

 

দেশের ৪০টির বেশি আসনে চলমান মনোনয়ন সংকট বিএনপির জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। প্রার্থী তালিকা প্রত্যাহার বা পুনর্বিবেচনার দাবি ও তৃণমূলে ক্ষোভ সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোচ্চ চেষ্টা করলেও অস্থিরতা এখনো কাটেনি।


দলের ভেতরকার এই বিভাজন সময়মতো সমাধান না হলে নির্বাচনে বড় প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা দলীয় নেতাদের মধ্যেই রয়েছে।

এই বিভাগের আরো খবর