শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০১

বাড়তে পারে তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯  

প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজধানীসহ সারা দেশের জনজীবন। আজ দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যানজটের নগরী ঢাকায় গরমে বেড়েছে আরো দুর্ভোগ। দু’একদিনের মধ্যে নেই বৃষ্টির সম্ভাবনাও।
 যেন প্রকৃতির বুকে আগুন ঢালছে সূর্য। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়লেও তাপপ্রবাহে নেই কোনো পরিবর্তন। ঢাকায় কয়েক দিন ধরেই সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না, শীতল হচ্ছে না চারপাশ। ফলে অসহনীয় গরমে মানুষ হাঁসফাঁস করছে।
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ ডিগ্রির বেশি।
এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফণী না আরও ঘনীভূত হওয়ায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট বিভাগের কিছু এলাকা ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর