মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

বাজারে এলো তৌফিক সুলতানের ‘ওয়ার্ল্ড অব নলেজ’

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫  

চিন্তা, দর্শন, বিজ্ঞান ও মানবতার মেলবন্ধনে লেখা তরুণ লেখক তৌফিক সুলতান–এর বহুল প্রতীক্ষিত বই ‘ওয়ার্ল্ড অব নলেজ – জ্ঞানের জগৎ’ এখন বাজারে পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী, এবং ইতোমধ্যেই রকমারি ডটকমে (www.rokomari.com/book/510635/world-of-knowledge) বইটি বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে।

 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামের সন্তান তৌফিক সুলতান পেশায় একজন শিক্ষক, গবেষক ও সমাজসেবক। তিনি নিয়মিত লেখেন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে। তার লেখায় ইসলামী মূল্যবোধ, মানবিক চেতনা ও আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ এক অনন্য ভারসাম্যে প্রকাশ পায়। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এক নীরব প্রচেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

 

‘ওয়ার্ল্ড অব নলেজ’ বইটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং এক সমন্বিত জ্ঞানকোষ, যেখানে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে নবীদের জীবন, আধুনিক বিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান ও মানবজীবনের বাস্তব শিক্ষা একত্রে উপস্থাপন করা হয়েছে। সমাজে আলোকিত চিন্তার প্রসার ঘটাতে বইটি এক অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন পাঠক ও সমালোচকরা।

 

প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম বলেন, বইটি ১১২ পৃষ্ঠার এবং উন্নতমানের কাগজে ছাপানো হয়েছে। রঙিন কভার ও হার্ডবোর্ড বাঁধাইসহ এটি শুধু একটি বই নয়, বরং তরুণ প্রজন্মের চিন্তা ও জ্ঞানচর্চাকে জাগিয়ে তুলবে এমন এক অনন্য সৃষ্টি।

 

লেখক তৌফিক সুলতান বলেন, একটি কলম পারে একটি জাতিকে জাগাতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে–এই বিশ্বাস থেকেই লিখেছি ‘ওয়ার্ল্ড অব নলেজ’। আমি চাই, পাঠক বইটি পড়ে শুধু জ্ঞান অর্জনই না, বরং মানবতার কল্যাণে অনুপ্রাণিত হোক। আমাদের শিক্ষা যেন কেবল সার্টিফিকেট অর্জনে সীমাবদ্ধ না থাকে; বরং তা চিন্তা, নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটায়–এই বই সেই চিন্তারই বাস্তব প্রতিফলন।

 

দাঁড়িকমা প্রকাশনী জানায়, বইটি ইতোমধ্যেই পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তাদের বিশ্বাস, ‘ওয়ার্ল্ড অব নলেজ’ তরুণ সমাজের জন্য চিন্তা, জ্ঞান ও নৈতিকতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই বিভাগের আরো খবর