শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪৮

বনানীতে বহুতল ভবনে আগুন

তরুণ কন্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০১৯  

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। এতে ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক লোক। রোববার দুপুর ১২টার দিকে শরিফ প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার পরপরই ভেতরে আটকা পড়া লোকদের অনেকে জীবন বাঁচাতে সহায়তা চাইছেন। ভেতর থেকে চিৎকার আর আর্তনাদের আওয়াজ আসছে। খবর পেয়ে ফায়ার সার্ভির কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে বনানীর শরিফ প্লাজায় আগুন লাগে। আগুন লাগার ঘটনা জানতে পেরে তারা সেখানে ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে। একটি ইউনিট পৌঁছে ১২টা ৩২ মিনিটে জানতে পারে আগুন নিভে গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

এই বিভাগের আরো খবর