বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১২

প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাসচাপায় ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

রাজবাড়ী‌তে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সা‌কিব শেখ (১২) ও সিফাত শেখ (১৮) না‌মের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শ‌নিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে চন্দনীর দয়ালনগর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে
সা‌কিব চন্দনী ইউপি চেয়া‌রম‌্যান আব্দর রব শে‌খের ছে‌লে ও সিফাত চেয়া‌রম‌্যানের ভাতিজা।

মিজানপুর ইউপি চেয়ারম‌্যান আমিন উদ্দিন আহ‌ম্মেদ টুকু বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনা‌টি ঘ‌টে‌ছে মিজানপুর ও চন্দনীর বর্ডার এলাকায়। চন্দনীর ইউপি চেয়ারম‌্যা‌ন আব্দুর রব শে‌খের ছে‌লে ও ভা‌তিজা মোটরসাইকেল যো‌গে রাজবাড়ী‌তে প্রাইভেট পড়‌তে য‌া‌চ্ছিল। প‌থে দয়ালনগর নতুন রাস্তা এলাকায় রাজবাড়ীগামী এক‌টি ট্রাক চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই তাদের মৃত‌্যু হয়। প‌ড়ে স্থানীয়রা ট্রাক ও চালক‌কে আটক ক‌রে পু‌লি‌শে দি‌য়ে‌ছে।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের জরুরি বিভা‌গের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতা‌লে আনার আগেই ওই দুই জনের মৃত‌্যু হ‌য়।

এই বিভাগের আরো খবর