বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০

প্রাইভেট কারে পাচার হচ্ছিল ৮ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিস স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণের চালান আটক করা হয়। 
আটকরা হলেন- বেনাপোলের পুটখালী গ্রামের মৃত দেবন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার কায়বা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেট কারের গতি রোধ করা হয়। এ সময় প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার এবং প্রাইভেট কারে থাকা দুই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।

এই বিভাগের আরো খবর