ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৮

প্রতারণার মামলায় রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক গ্রেপ্তার

রংপুর প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০) দিবাগত রাতে তাকে ঢাকা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। গ্রেপ্তার জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলনে পীরগঞ্জের ওসি তদন্ত মাহবুবুর রহমান জানান, জেনারুল হক পিনুর নামে ১১ টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিলো। জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকুরি দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তার নামে পীরগঞ্জ থানায় গ্রেফতারে ওয়ারেন্ট আসলে আমরা গ্রেপ্তারে চেষ্টা করি। প্রতারক পিনু চতুর হওয়ায় গা ঢাকা দেয়। সেই সাথে ঘনঘন স্থান বদল করে এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে। পরে র্যাব-৩ এর সহযোগিতা নিয়ে ঢাকা থেকে তাকে দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানান, আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনু’র নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। চুড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকুরিচুত্যিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, বরখাস্ত অফিস সহায়ক পিনু এখন আর কর্মরত নাই। তার বিরুদ্ধে বাইরে প্রতারণাসহ কোন ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে সে বিষয়ে আমাদের কোন দায়ভার নেই।

এই বিভাগের আরো খবর