শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৬

পাকিস্তানের বোমা হামলায় ৯ শিশু–সহ প্রাণ গেল ১০ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫  

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে গুরবুজ জেলায় একটি পরিবারের বাড়িতে সরাসরি বোমা নিক্ষেপ করা হলে পুরো ঘর ধ্বংস হয়ে যায়। নিহত সবাই একই পরিবারের সদস্য।

 

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, নিহতদের মধ্যে পাঁচ ছেলে, চার মেয়ে এবং একজন নারী রয়েছেন। হামলাটি চালানো হয়েছে স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ির ওপর। ঘটনাস্থলেই সবাই মারা যান।

 

মুজাহিদ আরও জানান, শুধু খোস্তই নয়—উত্তর-পূর্ব কুনার ও পূর্বাঞ্চলীয় পক্তিকা প্রদেশেও পাকিস্তান আরও কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

 

তালেবান প্রশাসন এই হামলাকে “বিপজ্জনক উসকানি” হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, পাকিস্তানের এসব আক্রমণ সীমান্ত উত্তেজনা আরও বাড়াবে। পাশাপাশি ইসলামাবাদকে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে কাবুল।

 

এই বিভাগের আরো খবর