বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

পাকিস্তান সিরিজের আগে নারী U-19 দলকে প্রেরণা দিলেন রুবাবা দৌলা

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫  

কয়েক সপ্তাহ ধরেই দেশের নারী ক্রিকেট নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু। সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের পর নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগ তদন্তে বোর্ড একটি কমিটিও গঠন করে।

 

এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে কক্সবাজারে অনুষ্ঠিতব্য আসন্ন সিরিজের জন্য। আগামী ৩০ নভেম্বর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সিরিজ শুরুর আগে দলের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করলেন বিসিবির নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।

 

গতকাল সোমবার বিকেলে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের অফিস ভবনে উপস্থিত হন তিনি। এরপর অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দলকে আশ্বস্ত করেন যে—নারী ক্রিকেটের উন্নতির জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া হবে।

 

পরে অধিনায়কের সঙ্গে নতুন জার্সির উন্মোচন করেন নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে তিনি মেয়েদের মনোবল আরও বাড়িয়ে তোলার চেষ্টা করেন এবং সেরা প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

 

এই বিভাগের আরো খবর