বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৩

পাংশার বাহাদুরপুরে এ.আই.ডেইরী এন্ড সুইটসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

এই প্রথম নিজস্ব খামারের উৎপাদিত দুধের সকল প্রকার মিষ্টি, দই ও খাঁটি গাওয়া ঘি এখন পাওয়া যাবে  এ.আই.ডেইরী এন্ড সুইটসের নিজস্ব শোরুমে। সোমবার (৬ ফ্রেরুয়ারী) দুপুর ১.৫০ মিনিটের দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে এ.আই.ডেইরী এন্ড সুইটস এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. আই. ডেইরী এন্ড সুইটস এর কর্মকর্তা মো. আব্দুল ওহাব, আরো উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আবুল কাশেম প্রামানিক, আব্দুর ছাত্তার খান, মো. আরিফুল ইসলাম(যশাই), স্বর্ণলতা ডিজিটাল স্টুডিও কর্মকর্তা হিরণ মাহমুদ,স্বর্ণা ভ্যারাইটিজ স্টোরের কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, সিরাজুল ভ্যারাইটিজ স্টোরের কর্মকর্তা সিরাজুল ইসলাম, আলিফ হোটেল এর কর্মকর্তা শহীদ বিশ্বাস এবং রেজাউল টেইলার্স এর কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বাজারের অন্যান্য দোকানদারবৃন্দু। উদ্বোধনী অনুষ্ঠানে এ.আই. ডেইরী এন্ড সুইটস এর কর্মকর্তা আব্দুল ওহাব বলেন, এই প্রথম নিজস্ব খামারের উৎপাদিত দুধের সকল প্রকার মিষ্টি, দই ও খাঁটি ঘি সাশ্রয় মূল্যে এখানে পাওয়া যাবে। এ.আই. ডেইরী এন্ড সুইটস এর নিজস্ব ফার্মের গাভীর দুধ দিয়ে তৈরি করা হয়েছে এই সকল মিষ্টি।

এ.আই.ডেইরী এন্ড সুইটস এর নিজস্ব শোরুম, বাহাদুরপুর বাজারে উদ্বোধন করা হয়েছে। যার রেজি: নং- ডি.আর/পাংশা/১২/২০২২ইং

এই বিভাগের আরো খবর