শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৩

পটুখালীর গলাচিপায় কিশোরীকে হত্যা, আসামী গ্রেফতার।

মোঃ জামাল আকন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

পটুয়াখালীর গলাচিপায় স্বপ্না নামের (১৩) বছরের কিশোরীকে ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চরকাজল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর রবিবার (১৪ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে স্বপ্নার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় রেজাউল সরদার (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে কিশোরী স্বপ্নার বাবা মো. বাবুল ফকির (৩৫) বাদী হয়ে সোমবার (১৬ জানুয়ারী) গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর  ১২, তারিখ- ১৬/০১/২০২৩। মামলা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারের (৪০) ক্ষেতে যায়। সে সময় তার সাথে দাদি আয়শা বেগমও ছিল। শাক তোলা শেষ করে দাদি বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদে স্বপ্না আক্তারকে তলপেটে লাথি মেরে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে রেজাউল। তার দেখানো স্থান থেকে গতকাল রবিবার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। রেজাউলকে সোমবার গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, প্রতিবেশী রেজাউলের ক্ষেতের কলই শাক তোলার অপরাধে তলপেটে লাথি মেরে স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। হত্যার পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরো খবর