শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৬

নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে ভয়াভহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯  

নরসিংদীর শিবপুরে মদিনা জুট মিলে ভয়াভহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। পুড়ে গেছে মিলের চট,সুতা,মেশিনারিজ  সহ নানা উপকরন। আগুন নিয়ন্ত্রনে আনতে দমকল বাহিনির ৫টি ইউনিটের ৯টি গাড়ী কাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে কাজ করছে দমকল বাহিনী। নরসিংদী ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টায় মদিনা জুট মিলের পাটের গোডাউনে আগুন দেখতে পায়। মুহুর্ত্তের মধ্যে আগুন গোডাউনের চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর, মাদবদী, পলাশ, বেলাব ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে।

আগুনের তিব্রতা বেশি থাকায় দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া বলেন,পাটজাত দ্রব্য হওয়ায় দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি এখোনো নির্ধারন করা যায়নি। আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ চলছে।  
 

 

এই বিভাগের আরো খবর