মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

দুপুরে পল্টনে জামায়াতসহ আট দলের গণসমাবেশ

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫  

রাজধানীর পল্টনে আজ দুপুরে যুগপৎ আন্দোলনে যুক্ত আট রাজনৈতিক দলের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, এই সমাবেশে অংশ নেবেন লাখো মানুষ।

 

সোমবার (১০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের পল্টন কার্যালয়ে আট দলের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “আগামীকাল হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ সমবেত হবে। রাজধানী ও আশপাশের এলাকাগুলোর জনগণ এতে অংশ নেবে।”

 

তিনি জানান, আন্দোলনের পঞ্চম পর্ব হিসেবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। “আমরা দেশব্যাপী সমাবেশ করতে পারতাম, কিন্তু এবার শুধুমাত্র রাজধানী ও আশপাশের জনবল নিয়ে সমাবেশ করছি,” বলেন তিনি।

 

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করছি। এটা কোনো রাজনৈতিক জোট নয়, বরং একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। জনদুর্ভোগ এড়াতে কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত।”

 

বিএনপির সঙ্গে সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, “তারা প্রকাশ্যে জানিয়েছে যে, জামায়াতের ডাকে সাড়া দেবে না। আমরাও বলছি, তারা ডাকলে আমরা অবশ্যই সাড়া দেব। আলোচনা ও আন্দোলন দুটোই চালিয়ে যাব।”

 

তিনি জানান, ঐকমত্য কমিশনের আলোচনা পুরোপুরি ভেস্তে যায়নি। “আলোচনার মাধ্যমে একটি চার্টার তৈরি হয়েছে এবং স্বাক্ষরও হয়েছে। এখন বিতর্ক চলছে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে,” যোগ করেন তিনি।

 

গণভোট প্রসঙ্গে হামিদুর রহমান বলেন, “গণভোট সংবিধানে ছিল, ফ্যাসিস্টরা তা বাদ দিয়েছে। যারা বলছে সংবিধানে গণভোট নেই, তারা সেই ফ্যাসিবাদকেই সমর্থন করছে।”

 

সমাবেশে অংশ নেওয়া আট দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

 

এই বিভাগের আরো খবর