বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১১ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন অভিযোগ রুমিনের

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫  

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে তৌহিদী জনতার নামে সংগঠিত বিভিন্ন গ্রুপের প্রতি সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় যে মব–সহিংসতা চলছে, সরকার শুধু নিন্দা জানাচ্ছে, কিন্তু প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রুমিন বলেন, ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সম্প্রদায়, সাংস্কৃতিক কর্মী ও নারী ক্রীড়াবিদরা হামলার শিকার হচ্ছেন। কখনো বাউল সম্প্রদায়, কখনো আহমেদিয়া সম্প্রদায়, কখনো নারী ফুটবলারদের মাঠে হামলা হচ্ছে; আবার কোনো নাট্য প্রদর্শনী বা সাংস্কৃতিক আয়োজনও বন্ধ করে দেওয়া হচ্ছে।

 

রুমিন দাবি করেন, এসব ঘটনার প্রথম টার্গেট হচ্ছেন নারীরা। কোনো অভিনেত্রী শোরুম উদ্বোধনে গেলে হামলা, কোনো নারী শিল্পী অনুষ্ঠান আয়োজন করলে সেখানে বাধা—এসব কর্মকাণ্ডকে তিনি উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, পরিসংখ্যান অনুযায়ী গত ৩৬৫ দিনে ৩৮০টিরও বেশি মাজারে হামলা হয়েছে, যার একটিরও বিচার হয়নি। ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির স্বজনদের বাড়িতেও হামলার ঘটনা ঘটছে। এতে তিনি সরকারকে দায় এড়ানোর অভিযোগ তোলেন।

 

রুমিনের মতে, সরকার বর্তমানে কোনো শক্তিশালী রাজনৈতিক সংগঠন ছাড়া পরিচালিত হচ্ছে, ফলে তারা নিজেদের পক্ষে একটি প্রেসার গ্রুপ গড়ে তুলতে চাইছে। সরকারের পক্ষে সে গ্রুপগুলো এমন সব বক্তব্য ও কাজ করছে, যা সরকার সরাসরি করতে পারে না বা করতে চায় না। তাদের আইনি সুরক্ষা দেওয়া হচ্ছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীও কোনো বাধা দিচ্ছে না—এমন মন্তব্য করেন তিনি।

 

তার ভাষায়, “এভাবে একটি ট্রেন্ড তৈরি হয়ে গেছে। সরকার এর মাধ্যমে সুবিধা নিচ্ছে। কিন্তু ভবিষ্যতে এই ট্রেন্ড কি সরকার নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে—এ নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।”

 

এই বিভাগের আরো খবর