শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪১

তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই, আহত ২

প্রকাশিত: ১৭ মে ২০১৯  

 

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে দুই যুবককে ছুরিকাঘাতে জখম করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহতরা হলেন- সাকিব (২২) ও রাকিব (২৩)।


বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আহত রাকিব জানান, গাজীপুর এলাকায় ওয়ার্কশপে কাজ শেষে বলাকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে তারা ঢাকায় ফিরছিলেন। পথে ট্রেনটি তেজগাঁও অতিক্রম করার সময় ছাদে থাকা দুই ছিনতাইকারী কিছু বুঝে ওঠার আগেই তাদের ছুরিকাঘাত করে। এ সময় দুটি মোবাইল ও সঙ্গে থাকা কিছু টাকা ছিনিয়ে নিয়ে নেমে যায় ছিনতাইকারীরা।

পরে ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে পুলিশের কনস্টেবল আল আমীন তাদের উদ্ধার করে ঢামেকে পাঠায়।


ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, ট্রেনের ছাদে কয়েকজনের সঙ্গে মারামারি হয়েছে খবর পেয়ে সেখানে গিয়ে আহত দুই যুবককে পাই তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, ছুরিকাঘাতে রাকিবের পিঠে তিনটি ও সাকিবের গলায় আঘাত লাগে। রাকিবের একটি আঘাত গুরুতর।

এই বিভাগের আরো খবর