শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৫

"তুরাগ" রোহিতপুর, ভাওয়ার ভিটি রাস্তার শুভ উদ্ভোধন,,

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

তুরাগ থেকে রোহিতপুর হয়ে ভাওয়ার ভিটি,প্রায় তের কিলো মিটার  ০+০০০   ৯+০০০ চেইনেজ রাস্তার কাজের শুভ উদ্ভোধন  দোয়া মাফিল।  দীর্ঘদিন যাবত খানাখন্দ অবস্থায় ছিল, দীর্ঘ এই রাস্তাটির কাজটি  অয়ষ্টার কন্সট্রাকসন নামের একটি ঠিকাদারী প্রতিস্টান কাজটি পেয়েছে,

বলে যানা যায় সড়ক ও জনপথ বিভাগ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল এক যাকজমক পূর্ন অনুষ্টানের মধ্যদিয়ে শুভ উদ্ভধন করেন, প্রধান আতিথি হিসাবে কেরাণীগজ্ঞ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহাম্মদ,উনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য জনার সোরহাব হোসেন খোকন,

ঢাকা জেলা আওয়ামীলীগ সদস্য জনাব বাবুল হোসেন,তারা নগর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোসারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব আঃ আজিজ,

সহ স্থানিয় আওয়ামীলীগ নেতা কর্মী সহ সাধারন জনগন, উপজেলা চেয়ারম্যান তার বক্তিতায় বলেন,কেরাণীগজ্ঞ উপজেলাকে  একটা আধুনিক শহর হিসাবে গড়ে তুলবো ইনসাআল্লাহ্, কেরাণীগজ্ঞ উপজেলার দখলে যাওয়া সবগুলি খাল পর্যায়ক্রমে উদ্ধার করা হবে,

এই বিভাগের আরো খবর