মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যিনি সোমবার (১০ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

 

এর আগে রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডা. তাসনিম জারা। মধ্যরাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

 

নিজের প্রার্থিতা সম্পর্কে তাসনিম জারা বলেন, “আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দলের নির্দেশনা অনুযায়ী ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। সুযোগ পেলে এনসিপির পক্ষ থেকে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

 

ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা।

 

এ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কবির আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর