বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

জয়পুরহাটে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

মতলুব হোসেন, জয়পুরহাট

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

জয়পুরহাটের ¶েতলাল উপজেলার রসুলপুর দাহাড়পুকুর আদর্শগ্রামে গর্ভবতী স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো: জুয়েলকে (৪৭) মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে নিহতের শশুর ও শাশুরিকে খালাস দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- এর বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষনা করেন।  মামলা সুত্রে জানা যায়, জয়পুরহাটের ¶েতলাল উপজেলার রসুলপুড় দাহারপুকুর আদর্শ গ্রামের আ: জলিলে ছেলে মো: জুয়েলের স্ত্রী লাইলী বেগমকে (৩৩) ২০০৭ সালের ২৩ জুলাই রাত ১০টার দিকে যৌতুকের জন্য নির্যাতন করে পিটিয়ে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বোন জেলার আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের রাবেয়া খাতুন বাদী হয়ে পরদিন ২৪ জুলাই ¶েতলাল থানায় নিহতের স্বামী জুয়েল তার পিতা আ: জলিল ও মা লিলি বেগমসহ তিন জনের নামে  মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ¶েতলাল থানার তৎকালীন এস আই আতিয়ার রহমান তদন্ত শেষে তিন জনের নাম উলেখ করে ২০০৭ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে গতকাল দুপুরে আদালতের বিচারক নিহতের স্বামীকে মৃত্যুদন্ড ও শশুর শাশুরিকে খালাসের আদেশ দেন। মামলার সরকারি প¶ে ছিলেন, সরকারি কৌসলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও এ্যাড. উদয় সিংহ এপিপি। আর আসামী প¶ের আইনজীবী ছিলেন এ্যাড. উজ্জ্বল হোসেন। 

এই বিভাগের আরো খবর