বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৯

জৈবসারের কার্যকারীতা শীর্ষক কৃষকদের সাথে মতবিনিময় সভা

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

চাষাবাদে শ্যামল বাংলা জৈবসারের কার্যকারীতা শীর্ষক কৃষকদের সাথে এক মতবিনিময় সভা গত ২৬ ফ্রেরুয়ারী লালমাই উপজেলার পশ্চিম পেরুল কৃষি সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মেসার্স শৈবাল এন্টারপ্রাইজের এ সভার আয়োজন করে।

মেসার্স শৈবাল এন্টারপ্রাইজের পরিচালক  শ্যামল সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামল বাংলা জৈবসারের উদ্ভাবক, বাংলাদেশ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ মাহফুজুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, আহসান হাবিব, জহিরুল কাইয়ুম।

উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শ্যামল বাংলা জৈবসারের গবেষণা সহকারী তাজুল ইসলাম রাসেল, কৃষক মোঃ শাহাজান প্রমুখ।

সভায় প্রায় দেড় শতাধিক  কৃষক অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামল বাংলা জৈবসারের উদ্ভাবক মাহফুজুল কাদের বলেন,জমিতে শতকরা ৫ ভাগ জৈব পদার্থ থাকলে চাষবাদে কোন প্রকার রাসায়নিক সারের প্রয়োজন হয় না। শ্যামল বাংলা জৈবসার প্রয়োগে কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। এ সার ব্যবহারে সবচেয় কম খরচে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। এ জৈবসার পর পর ৫ বছর প্রয়োগ করলে জমিতে জৈব  পদার্থের পরিমান বৃদ্ধি পায় এবং কোন প্রকার সার ব্যবহারের প্রয়োজন হয় না।

এই বিভাগের আরো খবর