শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

জুলাই সনদ বাস্তবায়ন সংকট উত্তরণের একমাত্র পথ: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫  

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশ প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর ভাষায়, কমিশনের এই পদক্ষেপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হলেও কমিশন খসড়ার বিষয়বস্তু প্রকাশে ‘অপরাগতা’ প্রকাশ করায় এনসিপি এখনো পুরোপুরি আশাবাদী হতে পারছে না। 

শনিবার (২৫ অক্টোবর০) দুপুরে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের দীর্ঘ বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন আখতার হোসেন। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামানসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষে অংশ নেন সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, “আমরা প্রত্যাশা করি কমিশন যে খসড়া প্রস্তুত করছে, সেটি আমাদের সঙ্গে শেয়ার করবে। তখনই নিশ্চিত হয়ে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে।”

তিনি আরও যোগ করেন, জুলাই সনদের খসড়াটি যেন কোনো দলের স্বার্থে প্রভাবিত না হয় এবং তা যেন জাতির সর্বজনীন ঐক্যের প্রতিফলন ঘটে, এটাই এনসিপির প্রধান দাবি।

জুলাই সনদের আংশিক ঐকমত্যকেও গণতান্ত্রিক ধারাবাহিকতার বড় সাফল্য বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষায়, “স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিলেও যে অগ্রগতি হয়েছে, তা বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে।”

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের সংলাপ অব্যাহত থাকবে এবং আজকের বৈঠকটি ছিল একটি অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দল জুলাই সনদে অংশ নিলেও এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ সনদ মুছে দিতে চাইছে, আরেক পক্ষ বাস্তবায়ন ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু এনসিপি মনে করে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।”

এই বিভাগের আরো খবর