বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৫

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর বিজিবি ‘র অভিযানে ইয়াবা ও হেরোইন আটক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা আটক করেছে। এ সময় এক মাদক পাচারকারীকেও আটক করা হয়।

বিজিবির রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, বিজিবি রহনপুর ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম নতুন ব্রিজ এলাকায় সেতাউর রহমান মার্কেটের সামনে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এই বিশেষ অভিযানকালে মাদক চোরাকারবারী মো. শাহরিয়ার কামাল ডালিম (৪৮) কে আটক করে। তার গ্রামের বাড়ি শিবগঞ্জ উপজেলার হাজারবিঘা উত্তর চাঁদপুর গ্রামে। এ সময় তার কাছ থেকে ২.২২৮ কেজি হেরোইন এবং ৩৭৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য ৪৫ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। গ্রেপ্তারকৃত শাহরিয়ার কামাল ডালিম রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ও বিভিন্ন তথ্য আদান প্রদান করে। এছাড়াও সে নারী ব্যবসার সঙ্গেও জড়িত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর