শনিবার   ১০ জানুয়ারি ২০২৬   পৌষ ২৭ ১৪৩২   ২১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮২

গাজার এতিম শিশুদের মুখে ইসরাইলি গণহত্যার ভয়ংকর বর্ণনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে ইসরাইলের হামলায় প্রায় ৭০ হাজার মানুষের জীবন শেষ হয়েছে। এ ভয়াবহ গণহত্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। অনেক শিশু বাবা–মাকে হারিয়ে এতিম হয়ে গেছে, আবার অনেক বাবা-মা হারিয়েছে নিজের সন্তানকে।

 

আলজাজিরা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়—এক ব্যক্তি গাজার কয়েক শিশুদের সঙ্গে কথা বলছেন। তিনি জানতে চান, তাদের বাবা-মা কেউ মারা গেছে কি না। এক শিশু জানায়, তার বাবা-মা দুজনই নিহত। আরেক শিশু বলে, তার মা মারা গেছে। পাশে থাকা একটি মেয়ে জানায়, তার বাবাকে তিনটি গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

 

এক ছেলে জানায়, তার বাবা আটার বস্তা আনতে গিয়েছিলেন—পরিবারকে খাওয়ানোর জন্য। কিন্তু সেদিনই তিনি শহীদ হয়ে ফিরে আসেন। এক মেয়ে জানায়, নাবলুসে লাকড়ি কুড়াতে গিয়ে তার বাবাকে হত্যা করা হয়। পরিবারকে আটা এনে দিতে গিয়ে প্রাণ দিতে হয়েছে তাকে।

 

তাদের ছোট্ট মুখে এমন নির্মম বাস্তবতার বর্ণনা গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের নিষ্ঠুর চিত্র আরও স্পষ্ট করে তুলেছে।

 

এই বিভাগের আরো খবর