সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল: স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ

নাজমুল হুদা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদনপত্র দাখিল করা হয়।

 

 

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কারণে এবারের মনোনয়নপত্রে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। অসুস্থতার দরুন তিনি স্বাক্ষর করতে না পারায় তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ (Thumb Impression) নেওয়া হয়েছে।

মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার (লালু) সাংবাদিকদের বলেন:

 

"বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। অসুস্থতার কারণেই মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে তাঁর আঙুলের ছাপ ব্যবহার করা হয়েছে।"

 

 

বগুড়ার গাবতলী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা। ১৯৯১ সাল থেকে এই আসনটি জিয়া পরিবারের দুর্গ হিসেবে পরিচিত। খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার এই আসনে নির্বাচন করে জয়ী হন। পরবর্তীতে প্রতিটি নির্বাচনে তিনি এখান থেকে বিজয়ী হলেও আসনটি ছেড়ে দিতেন, যেখানে উপ-নির্বাচনে হেলালুজ্জামান তালুকদার লালু তিনবার এবং ২০০৮ সালে প্রয়াত মওদুদ আহমদ জয়ী হয়েছিলেন।

 

 

এদিকে, একই আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। আজ বিকেলে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে মোরশেদ মিল্টন বলেন, "দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই আমি এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছি। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"

এই বিভাগের আরো খবর