শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৩৭

কুড়িগ্রামে কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯  

কুড়িগ্রাম পৌর শহরে হাত-পা বাঁধা অবস্থায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাবিবুর রহমানের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে পৌর শহরের কৃষ্ণপুর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামের কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, হাবিবুরকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহালে তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

নিহত কলেজছাত্র চিলমারী উপজেলার ঢুসমারা থানার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কলেজছাত্র হাবিবুর রহমানকে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর