বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬   পৌষ ২৫ ১৪৩২   ১৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৭

আরডিএ বগুড়ার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার "আমার গ্রাম আমার শহর" বিনির্মানের লক্ষ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া দারিদ্র্য মুক্ত মডেল গ্রাম গঠনের জন্য একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প হাতে নিয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক পর্যায়ে দুটি গ্রাম নির্বাচন করা হয়। যার একটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন চরপলিশা গ্রাম এবং অপরটি হলো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন রতিয়া গ্রাম। ইতোমধ্যে গ্রাম দুটির বেজলাইন সার্ভের কাজ সম্পাদন করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ইউএনডিপি কর্তৃক উদ্ভাবিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকের (এমপিআই) মাধ্যমে দরিদ্র পরিবারসমূহকে নির্বাচন করা হয়েছে। এইসব দরিদ্র পরিবারসমূহকে দারিদ্র্য মুক্ত করার লক্ষ্যেই প্রাথমিকভাবে জামালপুর জেলার চরপলিশা গ্রামের ১,১০০ দরিদ্র পরিবারের প্রতিটিকে ১টি করে আম গাছের চারা ও ৮টি করে পেঁপের চারা বিতরণ করা হয় অর্থাৎ সর্বমোট ১,১০০টি আম গাছের চারা ও ৮,৮০০টি পেঁপের চারা বিতরণ করা হয়। ড. শেখ মেহ্দী মোহাম্মদ, ভারপ্রাপ্ত পরিচালক (গবেষণা ও মূল্যায়ন), আরডিএ, বগুড়ার সভাপতিত্বে গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী অফিসার, মেলান্দহ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), মেলান্দহ। কর্মসূচির সভাপতি ড. মেহ্দী জানান, আরডিএ, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদের নেতৃত্বে একটি গ্রামকে দারিদ্র্য মুক্ত করার মতো এই কঠিন কাজ আরডিএর গবেষকবৃন্দ হাতে নিয়েছেন। তিনি আরও বলেন, গ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলে যদি কাজ করা হয়। তবে ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা দারিদ্র্য ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ তথা বিশ্ব এবং ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তামিম বলেন, ভিক্ষা, সাহায্য কিংবা অনুদানের ওপর নির্ভর করে দারিদ্র্য মুক্ত হওয়া সম্ভব নয়। তাই আরডিএ, বগুড়ার এই মহতী উদ্যোগে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য মেলান্দহ উপজেলা প্রশাসন সবধরনের সহযোগিতা করবেন।

No description available.
 
এখানে উল্লেখ্য, এই প্রায়োগিক গবেষণা প্রকল্পের পাশাপাশি আরডিএ মেলান্দহসহ জামালপুর জেলার চারটি উপজেলা ও কুড়িগ্রাম জেলার চারটি উপজেলাতে বাংলাদেশ সরকারের অর্থায়নে "কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় ২৫,০০০ হতদরিদ্র পরিবারকে গরু ও গরু লালন-পালনের জন্য মাসিক বৃত্তি এবং ৮,০০০ সাধারণ দরিদ্র পরিবারের উদ্যোগী সদস্যকে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর