শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভির আওতায় পর্যটন নগরী কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮  

দেশের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত কক্সবাজার শহর এখন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে আসা-যাওয়ার রাস্তা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লাগানো হয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তি। দিনরাত ২৪ ঘণ্টা ধরে এসব ক্যামেরায় ধারণ করা হচ্ছে চলমান চিত্র। আর জেলা পুলিশ সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমে বসেই সবকিছু পর্যবেক্ষণ করছে।
পর্যটন শহর কক্সবাজারে অপরাধ ঠেকাতে বসানো হয়েছে ৬৫টি সিসিটিভি ক্যামরা। কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পর্যটন শহরের সমুদ্র সৈকত এলাকা, হোটেল-মোটেল জোন, প্রধান সড়ক, বার্মিজ মাকের্ট, বাসটার্মিনাল সহ ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে ৬৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারে প্রতিনিয়ত দেশ-বিদেশের ভ্রমণপিপাসু লোকজন আসেন। এ কারণে এ শহরেই নানা অপরাধ কার্যক্রমে জড়িত লোকজনের তৎপরতাও থাকে বেশি। সাগর পাড় থেকে শুরু করে বাস টার্মিনাল, হোটেল-মোটেল জোন এবং কেনাকাটার মার্কেটগুলোতে ওৎ পেতে থাকে ছিনতাইকারির দল। মাত্র দুবছর আগেও ছিনতাইকারীদের ধরতে গিয়ে একজন পুলিশ সদস্য প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। অনুরূপ ছিনতাইকারীদের হাতে নিহত হন বেশ ক’জন পর্যটকও।
এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একে. এম ইকবাল হোসাইন বলেন, দেশের অন্যতম প্রধান পর্যটন নগরীকে অপরাধমুক্ত করার স্বপ্ন বুনেছিলাম এখানে যোগদান করার পরই। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। একটি ছবি এক হাজার শব্দের চেয়ে শক্তিশালী। আর একটি ফুটেজ লক্ষ শব্দের অর্থ ফুটিয়ে তুলতে পারে। সে কারণেই পর্যটকদের নিরাপত্তাসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে শহরের কলাতলী থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত ১৫০টি সিসিটিভি বসানো হবে।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে কন্ট্রোল রুম থেকে সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে। 

এই বিভাগের আরো খবর