বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

​​​​​​​এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রাশেদুল ইসলাম 

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

এলজিইডির নির্বাহী পরিচালক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানী'র উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সাহাবুদ্দিন সহ সকল হামলাকারীর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পঞ্চগড়ে মানব বন্ধন করেছে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোমবার (৩০-জানুয়ারি) পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক চৌরঙ্গি মোর সংলগ্ন কেন্দ্রীয়শহীদ মিনারের সামনে এই মানব বন্ধন কর্মসূচি পালন করে জেলায় কর্মরত এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে গত রোববার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো.গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। যার প্রতিবাদে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান কর্মসূচিতে অংশ গ্রহণ কারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় বক্তব্যে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.শামছুজ্জামান প্রকৌশলীর উপর হামলাকারী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।শাস্তি না হলে আরো কঠিনতম আন্দোলনে যাবে বলে হুসিয়ারী দেন তিনি। এসময় পঞ্চগড় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ,সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্যসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর