মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

১ কোটি লিটার সয়াবিন তেল ও ৪০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬  

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার, যার মোট খরচ হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। একই সময়ে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকায়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব দিয়েছে। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

 

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডকে নির্বাচন করা হয়েছে। প্রতি লিটার ১৮০ টাকা ৮৫ পয়সা হিসাবে ২ লিটার পেট বোতলে এই তেল কিনতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা।

 

অর্থ উপদেষ্টা জানিয়েছেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার। এ পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ লিটার ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।

 

এছাড়া, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আমদানি খরচ এক কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।

এই বিভাগের আরো খবর