রোববার   ১৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২ ১৪৩২   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

হ্যাঁ-না প্রশ্নে দ্বিধায় বিএনপি, পরিবর্তন চাইছে দলটি

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫  

জুলাই সনদের সঙ্গে সামঞ্জস্য না থাকায় আসন্ন গণভোটের প্রশ্নগুলো নিয়ে দ্বিধায় পড়েছে বিএনপি। দলটির মতে, চারটি বিষয়বস্তুর যেকোনো এক বা একাধিক প্রশ্নে দ্বিমত থাকলে ভোটার কীভাবে মতামত দেবে—এ বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। এ অবস্থায় জুলাই সনদে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো নিয়েই গণভোট আয়োজনের দাবি জানাতে চায় বিএনপি।

 

দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনায় জানা গেছে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও প্রশ্নগুলো নিয়ে দলে বড় ধরনের দ্বিধা তৈরি হয়েছে। সরাসরি বিরোধিতা করলে নির্বাচন পেছানোর সুযোগ তৈরি হতে পারে এবং বিরূপ প্রচারও হতে পারে। আবার সমর্থন দিলে আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জটিলতা বাড়তে পারে বলে মনে করছেন অনেক নেতা।

 

বিএনপি নেতারা জানান, তারা জুলাই সনদকেই রাষ্ট্র সংস্কারের মানদণ্ড হিসেবে দেখছেন। তবে গণভোটের প্রথম দুটি বিষয়বস্তু—সংবিধান সংশোধন প্রক্রিয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ—এই অংশগুলোতে তাদের আপত্তি রয়েছে। কারণ, এখানে পৃথকভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ বলার সুযোগ রাখা হয়নি এবং বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টও বিবেচনায় আনা হয়নি।

 

এ ছাড়া সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা—এসব বিষয়ে বিএনপির আপত্তি নেই। তবে দলের দাবি, প্রশ্নের প্রথম দুই অংশ পরিবর্তন করা জরুরি।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।
আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের সার্বভৌমত্বের ওপর কোনো আরোপিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।

 

গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’—এই প্রশ্নে এখনো অবস্থান চূড়ান্ত করেনি বিএনপি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা সই করা জুলাই সনদ ছাড়া অন্য কিছু বিবেচনা করছেন না।

 

বিএনপি মনে করছে, একই দিনে নির্বাচন ও গণভোট ঘোষণার মাধ্যমে সুবিধাজনক অবস্থান পেলেও প্রশ্নগুলো নিয়ে অস্পষ্টতা এবং নোট অব ডিসেন্টের জায়গা উপেক্ষা করায় গণভোটকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে।

 

এই বিভাগের আরো খবর