সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

সর্বকালের শীর্ষে শাহরুখের ‘জওয়ান’, দেখুন সেরা ১৫ ছবির তালিকা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬  

ভারতীয় বক্স অফিসে আবারও সানি দেওল ম্যাজিক শুরু হয়েছে। জেপি ফিল্মস ও টি-সিরিজের ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ সিনেমাটি প্রথম তিন দিনেই ১১১.২৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে।

 

অনুরাগ সিং পরিচালিত এই পিরিয়ড ড্রামাটি ২০২৫ সালের ব্লকবাস্টার ‘ছাওয়া’কে (১০৮.৫০ কোটি) টপকে ভারতের হিন্দি সিনেমার ইতিহাসে নবম সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছে। বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত এই ছবিটির আয় আগামী গণতন্ত্র দিবসের ছুটিতে আরও বাড়বে বলে আশা করছেন হল মালিকরা।

 

তবে নতুন সব রেকর্ড ছাপিয়েও প্রথম তিন দিনের আয়ের রাজমুকুট এখনও শাহরুখ খানের ‘জওয়ান’র দখলে। পিঙ্কভিলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ১৭৭ কোটি রুপি আয় করে ‘জওয়ান’ এখন পর্যন্ত সর্বকালের শীর্ষে অবস্থান করছে।

 

তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ ও শাহরুখের ‘পাঠান’। সম্প্রতি মুক্তি পাওয়া ভিকি কৌশলের ‘ছাওয়া’ এবং অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ও সেরা ১৫-র তালিকায় শক্ত অবস্থান করে নিয়েছে।

 

প্রথম তিন দিনের আয়ে সেরা ১৫ হিন্দি ছবির তালিকা:

 

অবস্থান সিনেমার নাম আয় (কোটি রুপি)
জওয়ান ১৭৭.০০
অ্যানিমাল ১৬৮.৫০
পাঠান ১৬০.৫০
টাইগার ৩ ১৩৮.৫০
স্ত্রী ২ ১৩৮.০০
গদর ২ ১৩২.৫০
সঞ্জু ১১৯.২৫
টাইগার জিন্দা হ্যায় ১১৫.০০
বর্ডার ২ ১১১.২৫
১০ সিংহাম এগেইন ১১০.৫০
১১ ছাওয়া ১০৮.৫০
১২ সুলতান ১০৫.৫০
১৩ দঙ্গল ১০৪.৫০
১৪ ব্রহ্মাস্ত্র ১০২.৫০
১৫ বজরঙ্গী ভাইজান ১০১.৫০
এই বিভাগের আরো খবর