শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৯

সম্রাটের কার্যালয়ে হাজারো জনতার ভিড়

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে নিয়ে তালা ভেঙে তার কার্যালয়ে অভিযান শুরু করেছে র‌্যাব।

রোববার দুপুর দেড়টার পর র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে একটি দল গাড়িতে করে কাকরাইলে সম্রাটের অফিসে নিয়ে যায়। তাকে সেখানে নিয়ে অভিযান শুরু করে র‌্যাব।

এসময় অভিযান শুরুর খবর পেয়েই সম্রাটের কার্যালয়ের আশপাশের এলাকাজুড়ে ভিড় করতে শুরু করেন হাজারো জনতা। অভিযানকে কেন্দ্র করে জনতার ভিড় বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে কাকরাইল মোড় ও শান্তিনগর থেকে কাকরাইলে প্রবেশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব সড়কে সর্বসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করে র‌্যাব।

এই বিভাগের আরো খবর