শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৫

শ্রীনগরে র‌্যাবের হাতে মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

মুন্সীগঞ্জ শ্রীনগর থেকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহাঙ্গীর আলম জীবন (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম শ্রীনগর উপজেলার বালাশুর বউবাজার এর মৃত রনাই বেপারীর ছেলে।

র‌্যাব-১১ জানায়, র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সকাল অনুমানিক ১০.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শ্রীনগর থানার মাদক মামলার আসামী মোঃ জাহাঙ্গীর আলম জীবন (৪০), পিতা-মৃত রনাই বেপারী, গ্রাম-বালাশুর বউবাজার, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ নিজ বাড়ীতে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসামীর নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামীকে একই তারিখ ১০.৪৫ ঘটিকার সময় উল্লেখিত স্থান হতে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর