শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬   মাঘ ১০ ১৪৩২   ০৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২

শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬  

শীত মৌসুম পুরোপুরি শেষ না হলেও রাজধানীর সবজির বাজার দরে উর্ধমুখী প্রবণতা দেখা যাচ্চ্ছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

 

বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা ও গাজর ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচের দাম কেজিতে ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকায় উঠেছে।

 

ফুলকপি, বাঁধাকপি ও শিমের দামও আগের তুলনায় বেড়েছে। ক্রেতারা বলছেন, মাত্র কয়েকদিন আগেও এসব সবজি তুলনামূলক কম দামে কেনা সম্ভব ছিল। মহাখালী বাজারের ক্রেতা রোকসানা বলেন, ‘৪-৫  দিন আগেই ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি। আজ তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দরদাম শেষে ৫০ টাকায় কিনতে হয়েছে।’

 

বিক্রেতাদের ভাষ্য, শীত মৌসুমে মাঠ থেকে সবজির সরবরাহ বেশি থাকায় বাজারে দাম সহনীয় থাকে। তবে শীতের শেষ দিকে এসে উৎপাদন ও সরবরাহ কমতে শুরু করেছে, যার প্রভাব পড়ছে পাইকারি বাজারে। এর ফলে খুচরা বাজারেও বাড়ছে দাম।

 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে সবজির দামে আরও চাপ তৈরি হতে পারে, যা সাধারণ ভোক্তাদের ব্যয়ের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।

এই বিভাগের আরো খবর