বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩১

লোহাগড়ায় গৃহবধুকে জবাই করে হত্যা

শরিফুল ইসলাম

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোবিন্দপুর গ্রামে এক গৃহবধুকে গলা কেটে জবাই হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত শেফালী বেগম ওরফে আন্না (৪৫) পৌরসভার গোবিন্দপুর পূর্বপাড়া গ্রামের আলিম শেখের স্ত্রী। পুলিশ সোমবার (৬ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়ার পৌরসভার গোবিন্দপুর গ্রামের আলিম হাসান শেখের স্ত্রী দু’সন্তাানের জননী শেফালী বেগম প্রতিদিনের ন্যায় মাদরাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারুল বেগম কে সংগে নিয়ে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পাশ্ববর্তী খাদিজাতুল কোবরা কওমী মাদরাসা যায়। পরে শেফালী ও তার জা পারুল বেগম সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে শেফালী বেগম ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে জা পারুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকানি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ ঘাটের ওপর পড়ে রয়েছে। নিহত শেফালী বেগমের স্বামী আলিম হাসান শেখ বর্তমান জাহাজে কর্মরর্ত অবস্থায় ভারতে রয়েছে। তার একমাত্র ছেলে মেহেদী হাসান বিসিএস মৌখিক পরী¶ার জন্য ঢাকায়
অবস্থান করছিলেন।
এ দিকে নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ (৩৫) অভিযোগ করে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবীকে খুন করা হয়েছে, আমরা এ নৃশংস হত্যাকান্ডের বিচার চাই ’। এ ব্যাপরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বঠি ও সোনার গহনার ৫টি খালি বক্স জব্দ করেছে।

এই বিভাগের আরো খবর