শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৮ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৫

লালপুরে মাটি বাহী গাড়ীতে শিশুর মর্মান্তিক মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

নাটোরের লালপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার ২৪ জানুয়ারি  বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের চকনাজিরপুর গ্রামের শরিফুল ইসলামের ৬ বছরের পুত্র সন্তান মোঃ রাহি সাইকেল নিয়ে চকনাজিরপুর হতে রায়পুরের দিকে যাচ্ছিল। এসময় খোয়াজ উদ্দিনের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি স্যালো ইঞ্জিন চালিত কুত্তা গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু রাহীর মৃত্যু হয়। কুত্তা গাড়ির চালক পালানোর চেষ্টা করলে  স্থানীয় জনতা তাকে আটক করে ওয়ালিয়া ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করেন। 

খবর পেয়ে তাৎক্ষণিক ওয়ালিয়া পুলিশ  ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম সহ অফিসার ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এই বিভাগের আরো খবর