শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০১৯  

রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মাসুদুর রহমান আজ সকালে  জানান, তারা সবুজবাগ পূর্ব রাজার বাগ এলাকায় থাকেন। বুধবার রাত দেড়টার দিকে পূর্ব রাজার বাগ শাপলা কানুন মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মামুন আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত  ঘোষণা করেন।

তিনি আরও জানান, চার ভাই ও এক বোনের সবার মধ্যে দ্বিতীয় ছিলেন মামুন। তাদের বাবার নাম গোলাম মুর্তজা। তার ভাই মামুন অবিবাহিত। তিনি হস্তশিল্প  তৈরি করে বাজারে বিক্রি করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া  জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে।।

এই বিভাগের আরো খবর