শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৫২

রাজধানীতে চার জঙ্গি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  


রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‌্যাব, যারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে দাবি করছে পুলিশের এই এলিট ফোর্সটি।

সোমবার ভোরে রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের নামপরিচয় জানাননি। এছাড়া তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তাও তিনি জানা যায়নি।

র‌্যাব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়েছে। দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরো খবর