বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ পালন করছে জুলাই ঐক্য

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা, ভারতীয় মিডিয়ার আগ্রাসন এবং জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘জুলাই ঐক্য’ বুধবার ‘মার্চ টু ভারতীয় হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা  ১৭ ডিসেম্বর বিকেলে রামপুরা ব্রিজ থেকে কয়েকশো সমর্থক নিয়ে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেন।

 

অংশগ্রহণকারীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটলেও দলটির কার্যক্রম এখনও চলমান। তারা অভিযোগ করেন, ভারতে পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন। এর অংশ হিসেবে, গত শুক্রবার হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগ।

 

তাদের বক্তব্যে ভারতীয় গণমাধ্যমগুলোর ভূমিকার কথাও উল্লেখ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভারতের সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে দিয়ে তাদের দণ্ড কার্যকর করার ক্ষেত্রে সহায়তা করতে।

এই বিভাগের আরো খবর